আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২৯ জুলাই)। রাজধানীর ধানমণ্ডিস্থ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে একথা জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
তবে দলের দ্বায়িত্বশীল এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে প্রতিবেদকের কাছে বলেন, আপাতত কোন চিঠি ইস্যু করা হচ্ছে না। তবে দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব, ছেলেধরা গুজব রটিয়ে গণপিটুনি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের করণী কি হবে তা নিয়েই আলোচনা হবে।