ইমরানকে বিল গেটসের চিঠি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছে এবং তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন মাইক্রোসফটের মালিক ও বিশ্বসেরা ধনকুবের বিল গেটস। আগামী সেপ্টেম্বের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
চিঠিতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পোলিও নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ায় ইমরানকে ধন্যবাদ জানিয়ে এ চিঠি দিয়েছেন বিল গেটস।