ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, এডিস মশার লার্ভা ধ্বংসে ৫০ হাজার পুলিশ কাজ করবে। রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব লার্ভা ধ্বংসে কাজ করতে ডিএমপির সব ইউনিট থেকে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।