এবার হাসপাতালেই ডেঙ্গু আক্রমণ
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৭ নাম্বার ওয়ার্ডে কুমিল্লার মীর হোসেন পাঁচ দিন ধরে ভর্তি আছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মর্জিনা বেগম। অসুস্থ স্বামীকে সুস্থ করতে গত পাঁচ দিন ধরে দিন-রাত হাসপাতালে কষ্ট করেছেন তিনি। কিন্তু গত শনিবার রাত থেকে তারও শরীরে জ্বর দেখা দিয়েছে।
গতকাল রোববার (২৮ জুলাই) চিকিৎসকরা মর্জিনা বেগমের রক্ত পরীক্ষা শেষে জানিয়েছেন, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে তার। তাই জ্বর শরীরেও স্বামীর খাবারের ব্যবস্থা এবং দেখভাল করছেন তিনি।
হাসপাতাল থেকে মশারি দিয়েছি কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মশারি দিতে চাইছিল, নেই নাই। কিন্তু এখন তো মশারি লাগবেই।’
সোহরাওয়ার্দী হাসপাতালে সূত্রে জানা যায়, রোববার ২৮ জুলাই পর্যন্ত ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ইতিমধ্যে ৫১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন। গত ২৪ ঘণ্টায় ৩২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে।