কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় ডিসপ্লের ফোন আনল সিম্ফনি
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় আকারের ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এলো সিম্ফনি। ফোনটির মডেল আই৯৭। ভোল্টে এনাবল্ড এবং ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ এই স্মার্টফোনের মূল্য ৭ হাজার ৪শ’ নব্বই টাকা।
মঙ্গলবার (৩০ জুলাই) সিম্ফনির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যান্ডসেটটি উদ্বোধন করেন- এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, হেড অফ সেলস এম এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ রিয়াদ এবং জেনারেল ম্যানেজার প্রডাক্ট ডিপার্টম্যান্ট মুনিম এমডি ইশতিয়াক।
সিম্ফনি আই৯৭ এ রয়েছে, ৩২০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ফেস আনলক এবং মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট সুবিধা। আছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফিক্সডফোকাস ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় আছে মুন ফ্ল্যাশ।