মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অপরাধে মহিদুল আলী নামের এক জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সোমবার (০৫ আগস্ট) দুপুরে বাওট গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এ জরিমানা আদায় করেন।
অর্থ দণ্ডিত মহিদুল আলী বাওট গ্রামের মেছের আলীর ছেলে।সে কলা ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাঁচা কলা পাকানোর জন্য কেমিক্যাল দেওয়ার সময় মহিদুলকে আটক করা হয়।জরিমানা আদায়ের পাশাপাশি কেমিক্যাল উদ্ধার করা হয়েছে।