কাওয়াসাকি নিয়ে এলো সুপার স্পোর্টস বাইক
বাংলাদেশে প্রথমবারের মত সুপার স্পোর্টস বাইক নিনজা ও জেড নিয়ে এসেছে কাওয়াসাকি। এই বাইক দুটি রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাগশিপ শো-রুম ও রামপুরা ডিলার পয়েন্টে পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাইক দুটি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক কোসুকি ইয়োসিদা ও অপারেশন ম্যানেজার সাফাত ইসতিয়াক প্রমূখ।
কাওয়াসাকি বাংলাদেশের ডিরেক্টর ইয়োসিদা বলেন, অনন্য বৈশিষ্ট্যর অত্যাধুনিক এ বাইক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে মোটরসাইকেল শিল্পের নতুন যুগের সূচনা করবে। আশাকরি শক্তিশালী ও নতুন প্রযুক্তির কাওয়াসাকি মোটরসাইকেলটি বাংলাদেশের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড।