কাশ্মীর নিয়ে মুখ খুললেন শাহরুখের নায়িকা পাক অভিনেত্রী মাহিরা
গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীর নিয়ে নানা প্রশ্নের উত্তর রবিবার রাত থেকেই একটু একটু করে স্পষ্ট হচ্ছে জাতীয় রাজনীতিতে৷
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো নিয়ে কেন্দ্র সোমবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, যে বিষয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ রবিবার রাতে তাকে গৃহবন্দি করা হয়েছে৷ এদিকে সোমবার রাজ্যসভায় ৩৭০ ধারা নিয়ে রাজ্যের পরিকল্পনা পেশ করা হয়েছে৷
জানা যাচ্ছে, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে পাক অভিনেত্রী ট্যুইট করে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ তিনি লেখেন, যে বিষয়ে আমি আলোচনা করতে চাই না, সেই বিষয়ে আমাকে খুব সহজেই চুপ করিয়ে দেওয়া হল৷ যেন বালির ওপর আঁচড় কাটার মতো… স্বর্গ জ্বলছে আর নিঃশব্দে আমার চোখ থেকে জল পড়ছে৷
মাহিরার এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রোল৷