মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে “কিয়স্ক” স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই কিয়স্ক স্থাপন করা হয়।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিয়স্কের মাধ্যমে মাদক সেবনের কুফল, ক্ষতিকর বিষয় ও আইনের ধারা এবং সতর্কতা মূলক প্রচারণা প্রদর্শন করা হবে এ কিয়স্কে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, মাদক সামাজিক ব্যাধি। মাদকের থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের উন্নয়ন ব্যাহত হবে। মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।