কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকে থাকা ৬টি গরু মারা যায়।
বুধবার (৩১ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।