কোট-টাই পড়ে রিকশা চালাচ্ছেন শামীম
টিভি পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। সেইসাথে একজন সফল ইউটিউবার হিসেবেও তার একটা আলাদা পরিচিতি রয়েছে। মাঝে বেশ কিছুটা সময় বিরতিতে থাকলেও এখন সেটা কাটিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনয় নিয়ে। কদিন বাদেই আসছে ঈঈদ। আর ঈদকে ঘিরে এখন সবাই ব্যস্ত ঈদ নাটক নিয়ে। তেমনি এবার ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে এইই অভিনেতাকে।
অভিনয়ের জন্য একজন শিল্পীকে নানামাত্রিক রূপ ধারণ করতে হয়। চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করে সেটাকে ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করেন অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের নতুনত্ব দিতেই তাদের যত পরিশ্রম। সম্প্রতি শেষ হয়েছে নতুন একটি নাটকের শুটিং। যেখানে শামীমকে দেখা গিয়েছে ভিন্ন এক চরিত্রে। নাটকের নাম ‘ কোট টাই পড়া রিকশাওয়ালা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম।
তিনি আরও বলেন, সবসময় পোশাক পরিচ্ছেদ মানুষের চলার পরিবেশে একটা মান ক্রিয়েট করে। পোশাক ভাল থাকলে আপনি যেকোন রেস্টুরেন্ট অথবা শপিং মলে ঢুকতে পারবেন, কিন্তু পোশাক ভাল না হলে সেই একই আপনি ঢুকতে পারবেন না। এর কারণটা হচ্ছে আমরা সবসময় মানুষকে বিচার করি তার পোশাক দেখে। এই ক্ষেত্র বিশেষে যে মানুষের ভাল ও খারাপ লাগার একটা দিক রয়েছে সেটা নিয়েই এই নাটকের গল্প।
নাটকে নাম শিরোনামে একটি রয়েছে। ‘আমি কোট টাই পড়ে রিকশা চালাই’ শিরোনামের এই গানটি লিখেছেন ও সুর করেছেন শরিফুল ইসলাম শামীম এবং গানটিতে কন্ঠ দিয়েছেন অভিনেতা শামীম।
ক্রিয়েটিভ ফিল্মস এর পরিবেশনায় ঈদ এর এই বিশেষ নাটকটিতে শামীম ছাড়াও আরও অভিনয় করেছেন সারিকা সাবাহ, তমাল মাহবুব, তানভীর, নিলয় রহমান, খায়রুল আলম, প্রিয়া সুলতানা ও সারা প্রমুখ। আসছে ঈদেই কোন একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।