প্রভাবশালী রাজনীতিকদের প্রশ্রয়ে চলা ক্যাসিনোসহ সব অবৈধ ব্যবসার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বারের মত ক্যাসিনো চালাতে গেলেও সরকারের অনুমোদন প্রয়োজন। অনুমোদনহীন সবকিছুর বিরুদ্ধেই অভিযান চলবে।
এছাড়াও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর মন্তব্যকে তার নিজস্ব বক্তব্য বলে জানান।