স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, একথা যেমন সত্য। তবে এ সংকট মোকাবেলায় সরকারের চেষ্টাও অব্যহাত আছে। আর চাইলেই রাতারাতি ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না।
এসময় দেশবাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংকট থেকে অচিরেই আমরা বেরিয়ে আসতে পারব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাইলেই রাতারাতি ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না। এজন্য সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। আপনি পরিস্কার করছেন অথচ আপনার প্রতিবেশি পরিস্কার করছে না এডিশ মশার জন্ম নেওয়ার স্থানসমূহ তবে কিন্তু এটা ধংস হবে না। ডেঙ্গু প্রতিরোধে আগে জনসচেতনতা জরুরি। আমি কলকাতার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ দুই বছর ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর কলকাতাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।
মন্ত্রী বলেন, সরকারে ভাবমূর্তি সংকটে ফেলার জন্য কিছুদিন আগে একটি গোষ্ঠি পদ্মাসেতুতে মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে ছিল। আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের সচেতনতায় এই গুজব থেকে দেশবাসী বেরিয়ে আসতে পেরেছে। মূল কথা হল, দুঃসময়ে মানুষের সচেতনতাটা জরুরি। ইতোমধ্যে দেশবাসী দেখেছে যারাই গুজব ছড়িয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। গুজব ছড়িয়ে যে ব্যক্তিই দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে দেওয়া হবে না।