ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেলে তরুণীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শারমীন (২২) নামের ওই তরুণীর মৃত্যু হয়। শারমীন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই শারমীন টেকেরহাটের নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মারা যান তিনি।