নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৩০) নামের এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।
নিহত মোশারফ হোসেন নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল বাসারের ছেলে। সে কুমিল্লা রেলওয়েতে কর্মরত ছিলেন।
জেলা শহর মাইজদীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জ্বর নিয়ে প্রাইম হাসপাতালে ভর্তি হন মোশারফ হোসেন। তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানান পরিবারের লোকজন। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।