দেশে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারি হিসাব মতে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ মারা গেছেন।
আজ শনিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি জানান, ডেঙ্গু রোগ টেস্ট করার রিএজেন্ট ও কিটের অভাব হবে না। এরইমধ্যে ওষুধ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
নিহত বাকিদের সংখ্যার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাব।
এসময় তিনি বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনো সংকট হবে না।