ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ১৪ দল
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার উৎসস্থল ধ্বংসে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাবেন জোটের শরিক নেতাকর্মীরা। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে জনগণকে সচেতন করার জন্য প্রচারপত্র বিতরণ করবেন তারা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে জনগণকে সচেতন করার জন্য প্রচারপত্র বিলি করবেন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ। ৬ আগস্ট বেলা ১১টায় অভিযান শুরু হবে।