তৃতীয় সন্তানে স্বামী রাজি না হওয়ায় স্ত্রীর কাণ্ড
তৃতীয় সন্তানের জন্ম দিতে রাজি হননি স্বামী। সেই কারণে তাকে কুপিয়ে করে হত্যা করলেন ক্ষিপ্ত স্ত্রী। গত বুধবার ভারতের মুম্বাই শহরতলি নালাসোপারা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৩৩ বছরের প্রণালী কদম ও তার স্বামীর সংসারে দুটি মেয়ে রয়েছে। প্রণালীর দাবি, তিনি ছেলে চাইলেও তার স্বামী তৃতীয় সন্তানের জন্ম দিতে চাননি। স্বামীর এই সিদ্ধান্তে প্রচণ্ড রেগে গিয়ে তাকে খুন করেন প্রণালী।
ক্রমে ফাঁস হয় আসল তথ্য। জানা যায়, তৃতীয় সন্তান ছেলেই হবে বলে বিশ্বাস ছিল প্রণালীর। কিন্তু আর্থিক সঙ্গতির কথা তুলে তাতে রাজি হননি তার স্বামী সুনীল (৩৬)। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্ষিপ্ত ও হতাশ প্রণালী রান্নাঘর থেকে ছুরি এনে তাকে মোট ১১ বার আঘাত করেন। এতে সুনীলের মৃত্যু হয়। সূত্র: এই সময়