প্রথম সন্তান নেয়ার পরিকল্পনায় প্রিয়াঙ্কা-নিক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাস গেল বছরের ১ ডিসেম্বর বিয়ের কাজটি সেরে ফেলেন।সেসময় সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল।
তারকা জুটির বিয়ের প্রায় ৮ মাস হতে চলেছে। এবার সন্তান নেওয়ার পরিকল্পনা শুরু করলেন প্রিয়াঙ্কা ও নিক। ইন্টারনেটে এই তারকা দম্পতির ছবি মুহূর্তের মধ্যে বাইরাল হয়ে যায়। মাঝে গুঞ্জন শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়া নাকি গর্ভবতী। কিছুদিন আগেই ধুমধাম করে স্ত্রীর জন্মদিন পালন করলেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস।
সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই যে তাদের সন্তান হবে, তা নয়, কিন্তু এই মুহূর্তে এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। জোনাস ব্রাদ্রাস রিইনিয়নের সাফল্যের পর মিউজিক ট্যুরে ব্যস্ত সময় পার করছেন নিক। অপরদিকে, সোনালি বোসের পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-তে অনেক দিন পর দেখা যাবে দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।