ফের কাশ্মীরে গুলিবর্ষণ পাকিস্তান সেনার
নতুন করে গুলির লড়াইয়ে উতপ্ত কাশ্মীর৷ বিনা প্ররোচনায় গুলি চালাল পাকিস্তান সেনা৷ যোগ্য জবাব দিয়েছে ভারতও৷ জানা যায় বুধবার বিকেল নাগাদ আচমকাই গুলি চালায় পাক রেঞ্জার্স৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দারবেনি সেক্টরে৷
পাক রেঞ্জার্স গুলি চালানোর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা৷ সংবাদসংস্থা এএনআই জানায় প্রথম সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানই৷ শনিবার ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছিল পাক সেনার একাধিক ছাউনি৷
শনিবার সকালে এক ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাব দিতে শুরু করে সেনাবাহিনী। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীতে হতাহতের সংখ্যাও কম নয় বলে জানান তিনি। এদিন সকালে নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। আর তার জবাবেই এই আক্রমণ করে ভারতীয় সেনা। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরের রাজৌরি সেক্টরের ঠিক উল্টোদিকে পাকিস্তানের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পাক সেনা ঘাঁটি। পাশাপাশি প্রবল ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। তবে সেই ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে আসে৷