ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কার্যকর ওষুধ যেন প্রয়োগ করা যায়, সেজন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
এডিস মশা নিধনে কবে নাগাদ কার্যকর ওষুধ আসছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘খুব শিগগিরই আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্যকর ওষুধ আমদানি করব। আমরা এখন যাচাই-বাছাই করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশন বিষয়টি নিয়ে কাজ করছে।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘অন্য দেশের অকার্যকর ওষুধ যাতে আমাদের দেশে না এসে পড়ে, সেজন্যই আমরা অতি সতর্কভাবে যাচাই-বাচাই করছি। এজন্য একটু দেরি হচ্ছে।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররমসহ আশাপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।