যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য হস্তান্তর করা হয়েছে ভারতে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভারতে হস্তান্তর করা হয়েছে
কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থেকে বঙ্গবন্ধু পড়ালেখা করতেন, সেখানে এই ভাস্কর্যটি স্থাপন করা হবে।
উপ-হাইকমিশনার বিএম জামাল হোসেন জানান, আগামী ১৩ আগস্ট পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।