বিএনপিতে নেতৃত্ব গড়ে উঠেনি বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দলটিতে নেতৃত্ব গড়ে উঠেনি। এ ধরনের দলে যে ধরনের নেতৃত্ব গড়ে ওঠার কথা, সে ধরনের নেতৃত্ব গড়ে উঠেনি।
নানাবিধ কারণে মানুষ রাজনীতি থেকে বিমুখ হচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এ নির্বাচন কমিশনার।
ডেঙ্গু ইস্যুতে এম সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু তো বাংলাদেশে নতুন করে আসেনি। এটাতো এমন নয় যে, আজকে প্রথম আসলো আর আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এটা তো বছরের পর বছর আসছে এবং এ বছর যে ডেঙ্গু হবে সন্দেহের কিছু ছিল না।
তিনি বলেন, আমরা আগামীকাল কি করতে যাচ্ছি এটার কোনো পরিকল্পনা নেই। চলছে, চলতে দাও; যখন আসবে তখন দেখবো…
তিনি আরও বলেন, আমাদের এ দেশে কি বিশেষজ্ঞ নেই? স্বাধীনতার এত বছর হয়ে গেলেও আমরা কি বিশেষজ্ঞ তৈরি করতে পারিনি? ডেঙ্গু কিভাবে মোকাবেলা করতে হবে এজন্য বাইরের দেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে হবে? এটাতো আমাদের কাছে লজ্জার ব্যাপার।