বিমানে অন্য নারীর দিকে চোখ, প্রেমিককে পেটালেন প্রেমিকা
মায়ামি থেকে লস এঞ্জেলেসের উদ্দেশে যাচ্ছিলেন এক যুগল। বিমানে প্রেমিকের পাশেই সিটেই ছিলেন প্রেমিকা। কিন্তু হঠাৎ প্রেমিকা খেয়াল করেন তার প্রেমিক অন্য এক সুন্দরীর দিকে জাদুমুগ্ধ দৃষ্টিতে তাঁকিয়ে আছে। ব্যস তাতেই আগুনে ঘি পড়ে যায়। রাগে আগুন হয়ে প্রেমিকা চড়াও হন প্রেমিকের ওপর। উড়ন্ত বিমানেই শুরু করে দেন চিৎকার-চেচামেচি, সঙ্গে গালাগালিও চলতে থাকে। এ ঘটনায় তৎক্ষণাৎ ছুটে আসেন বিমানসেবিকারাও। তারা প্রথমে কোনো রকম শান্ত করেন ওই নারীকে।
এরপর ওই নারীর প্রেমিককে বিমানের সামনের দিকে যেতে অনুরোধ করেন বিমানকর্মীরা। আর সেই প্রস্তাবে সাড়া দিয়ে তিনি যখন সামনের দিকে এক পা বাড়িয়েছেন, ঠিক তখনই পিছনে থেকে ধাওয়া করেন ক্ষিপ্ত প্রেমিকা। শেষে রেগে গজগজ করতে করতে হটাৎ হাতের ল্যাপটপ দিয়ে মারতে থাকেন প্রেমিকের মাথায়।