বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া
বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। ‘নেভি ডে’ উপলক্ষে এক বিশাল আয়োজন করে দেশটি। রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনের মধ্য দিয়ে।
‘নেভি ডে’ উপলক্ষে কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস।