বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৩৫
আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হেলমন্দ প্রদেশে দেশটির সরকারি বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানা যায়। সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এত করে এই ভবনের পাশে অবস্থিত অন্য একটি বাড়িও এ হামলার শিকার হয়। বাড়িটিতে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান বলেন, ‘ হেলমন্দের মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠান হামলার শিকার হয়। এতে ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছেন।’
তবে প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ জানিয়েছেন, হামলায় ৪০ জন নিহত হয়েছেন এবং তাদের সবাই বেসামরিক নাগরিক।