ভারত বাংলাদেশকে দেওয়া ঋণের টাকায় তাদের দেশ থেকে সমরাস্ত্র কিনতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শংকর বাংলাদেশকে যে অনুরোধ করেছেন তাতে সাড়া না দেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন সরকারের শরিক দলের নেতা ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সম্প্রতি বিদেশি একটি গণমাধ্যমকে ক্ষমতাসীন দলের অন্যতম শরিক এই নেতা এ কথা জানান।
রাশেদ খান মেনন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে আশা করি, সরকার সাড়া দেবে না। আমি মনে করি এ ধরনের কোনো শর্ত দেওয়া উচিত নয়। কারণ ভারতের দেওয়া ওই ঋণ চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম কেনার কোনো কথা ছিল না। সরকার এ ধরনের কোনো বিষয়ে সাড়া দেবে বলে আমি মনে করি না।