মশা নিধনের কর্মীদের জিপিএস দেবে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশা নিধনের দায়িত্বে নিয়োজিত কর্মীদের নজরদারিতে রাখার জন্য আগামী সোমবার থেকে আধুনিক প্রযুক্তির জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস দেবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
আজ শুক্রবার (২ আগস্ট) রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে মেয়র বিষয়টি জানান।
ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন আহমেদ, কার্যক্রমের পৃষ্ঠপোষক ওয়ালটনের অতিরিক্ত পরিচালক (স্পোর্টস) ইকবাল বিন আনোয়ার ডন প্রমুখ।