মেসির ওপর হামলা
বিশ্ব ফুটবল কাঁপানো আর্জেটিনার ফুটবলার লিওনেল মেসি। সম্প্রতি ইবিজা সৈকতে এক পার্টিতে গিয়ে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তিনি। গত রবিবার ভূমধসাগর-তীরের দ্বীপটিতে এক পার্টিতে স্বপরিবারে অংশ নেন বার্সেলোনা তারকা। সেখানে তার সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ছাড়াও সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস স্বপরিবারে উপস্থিত ছিলেন। পার্টি শেষে হলরুম ছেড়ে বের হয়ে আসার সময়েই বাধে বিপত্তি।
সেখানেই হঠাৎ মেসির ওপর অতর্কিতভাবে হামলা করে বসেন এক ব্যক্তি। পরে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে সেখান থেকে অক্ষত অবস্থায় ফেরেন আর্জেন্টাইন এই অধিনায়ক।