শাহবাগে পড়ে থাকা ব্যাগে মিলল মৃত নবজাতক
রাজধানীর শাহবাগ থানার শিববাড়ী এলাকায় পড়ে থাকা ব্যাগ থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে নবজাতকটির বয়স এক দিন।
বুধবার (৩০ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থাতেই নবজাতকটি রাস্তায় ফেলে গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।