পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
রবিবার (৪ আগস্ট) এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো. রকিব হোসেন পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে প্রশাসনে সচিব ও সিনিয়র সচিব রয়েছেন ৭৯ জন।