স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করে মন্ত্রী নিজেই বিদেশ সফরে যাওয়ায় সমালোচনা মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তার এই সফর নিয়ে ইতোমধ্যে দেশব্যাপী শুরু হয়েছে সমালোচনার ঝড়। দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্বাস্থ্যমন্ত্রী কেন এ সময় বিদেশ সফরে গেছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে দেশে, কে বিদেশে তা মুখ্য বিষয় নয়। ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।
আজ বুধবার (৩১ জুলাই) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চান না। বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গেু মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু নিধনে প্রধনমন্ত্রী সবাইকে একযুগে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন। যেকোনও চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।