হুইল চেয়ার প্রদানের লক্ষ্যে প্রতিবন্ধী বাছাই
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে শতাধীক প্রতিবন্ধীদের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিক পর্যায় ৫০ জন প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইল চেয়ার প্রদান করবে।
সোমবার (৫ আগস্ট) পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বাছাই করেন।