গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় কাভার্ডভ্যান চাপায় নাঈম হাসান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত নাঈম হাসান উত্তরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা গিয়ে সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।