একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদে পৌঁছে হুইল চেয়ারে সংসদে প্রবেশ করেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। নির্বাচনের পর ৩ জানুয়ারি অন্যান্য নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ। পরবর্তীতে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।
শারীরিক অসুস্থতা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় সংসদ অধিবেশন শুরু হলেও তাতে যোগ দিতে পারেননি সংসদের এই বিরোধীদলীয় নেতা। তাই একাদশ সংসদ নির্বাচনের পর শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে এটিই তার প্রথম যোগদান।