আজ থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধিসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত তথা ১ আগস্ট থেকে হ্রদে পুনরায় মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এ পাঁচটি অভয়াশ্রম হলো ফিশারি ঘাটের সম্মুখে হ্রদাংশের দুই বর্গকিলোমিটার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সংলগ্ন দুই বর্গকিলোমিটার, জেলা প্রশাসকের (ডিসি) বাংলো সংলগ্ন ১২ বর্গকিলোমিটার, রাঙ্গামাটি বনবিহার এলাকা সংলগ্ন ৫৩ দশমিক ৫০ একর এলাকা এবং নানিয়ার উপজেলার ছয়কুড়ি বিলের ২০০ একর। মাছের প্রজনন বৃদ্ধির জন্য এসব অভয়াশ্রমে মাছ শিকার না করার জন্য নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যায়।