আফগানিস্তানে যাত্রীবাহী বোমা বিস্ফোরণে নিহত ৩৪
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনাটি ঘটেছে।
তারা আরও জানান, বোমাটি রাস্তায় পেতে রাখা ছিল। যাত্রীবাহী বাসটি ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমাটিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তাতে বিস্ফোরণ ঘটে।
ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিব্বুল্লাহ মুহিব বলেছেন, কান্দাহার-হেরাত হাইওয়েতে তালেবানের পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছে। খবর পার্সটুডে।
তিনি দাবি করেন, আফগান ও বিদেশি সেনাদের হত্যার উদ্দেশ্যে তালেবান সদস্যরা বোমাটি রাস্তায় পেতে রেখেছিল।
তবে এখন পর্যন্ত তালেবান ওই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য আফগানিস্তানে এ ধরনের হামলার পেছনে সাধারণত তালেবান জড়িত থাকে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে আমেরিকা বহু বছর ধরে সেখানে সেনা মোতায়েন রাখলেও এখন পর্যন্ত দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসেনি।