আবাসিক এলাকায় সামরিক বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৭
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আইএসপিআরের বরাত বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ জন নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করেছে দি নিউজ।
নিহতরা হলেন, লে. কর্নেল সাকিব, লে. কর্নেল ওয়াসিম, নায়েব সুবেদার আফজাল, হাবিলদার আমিন, হাবিলদার রহমতও ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের পর এটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওইবার একটি এয়ারবাস বিধ্বস্ত হলে ১৫২ আরোহীর সবাই নিহত হয়।