আমরা নতুন বলের পেসার খুঁজেই পাচ্ছি না: সালাহউদ্দিন
দলীয় পারফর্মেন্সে উন্নতি করতে নতুন বলে উইকেট নেয়ার মতো পেসার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন বলে উইকেট না পেলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকাই কঠিন মনে করেন সাকিব-তামিমদের শিক্ষাগুরু।
তাছাড়া বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নতুন বলে কার্যকরী নয় বলেও মনে করেন তিনি। বল একটু পুরনো হলেই তাঁর কাটার-স্লোয়ার কাজ করে। তাই নতুন বলে কার্যকরী পেসার খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।
২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের বড় বড় সাফল্যের মূলে ছিল নতুন বলে পেসারদের উইকেট তুলে নেয়া। তবে চলতি বছর নতুন বলে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের পেসাররা। বিশ্বকাপেও হতাশ করেছেন মাশরাফি-মুস্তাফিজরা।
২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে প্রথম দশ ওভারে বাংলাদেশের পেসাররা নিতে পেরেছেন কেবল ৭ উইকেট। চলতি বছর টাইগার পেসারদের স্ট্রাইক রেট ১১৩.১৪ এবং তাঁরা উইকেট প্রতি রান দিয়েছেন ১০৩ করে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। বল হাতে ২০ উইকেট নিলেও তাঁর বেশিরভাগ উইকেটই এসেছে ৩০ ওভারের পরে। শ্রীলঙ্কা সিরিজেও নতুন বলে উইকেট এনে দিতে পারেননি তিনি।