এক ঝাঁক তারকার কোরবানি
ঈদকে ঘিরে এখন নাটক নির্মাণের শেষ দিকের প্রস্তুতি চলছে। সারাবছর ব্যস্ততার তুলনাই ঈদ কিংবা বিশেষ দিবসগুলোতে কাজ নিয়ে ব্যস্ততা থাকে তিনগুণ। শিল্পী থেকে শুরু করে নির্মাতারা সবাই থাকেন দৌড়ের উপর। দর্শকরাও মুখিয়ে থাকেন তাদের প্রিয় তারকাদের কাজ দেখার জন্য।
কোরবানির ঈদের আমেজটাই থাকে অন্যরকম। আর এবার ঈদে নির্মিত হলো ‘কোরবানি’ শিরোনামের একটি টেলি ছবি। সেখানে দেখা যাবে এক ঝাঁক তারকাদের। মুশফিকুর রহমান মঞ্জুর গল্পে টেলি ছবিটি রচনা করেছেন আবীর ফেরদৌস এবং পরিচালনা করেছেন সহিদ উন নবী।
নির্মাতা সহিদ উন নবী বলেন, কোরবানির ঈদকে মাথায় রেখেই এমন একটি গল্পে কাজটা করেছি। সবাই যেখানে প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত সেখানে আমি কোরবানির আসল উদ্দেশ্যটা নিয়ে কাজ করতে চেয়েছি। বাস্তব জীবনের একটা ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে এই কাজটা করেছি। নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। এবারের ঈদের সেরা কাজগুলোর মধ্যে এটা একটা।
টেলি ছবিটিতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, সাচ্চু, কচি খন্দকার, আব্দুন নূর সজল, মিশু সাব্বির, মৌসুমি হামিদ, অর্ষা, মৌ, রেশমী ও মিলন ভট্টাচার্য প্রমুখ। আসছে ঈদেই এনটিভিতে টেলি ছবিটি প্রচার করা হবে।