কাশ্মীরের দিকে কড়া নজর ট্রাম্পের
৩৭০ ও ৩৫এ ধারা বাতিল হওয়ার পর কাশ্মীর ইস্যুতে এবার মুখ খুলল আমেরিকা৷ সাফ জানাল, বিগত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে যা ঘটেছে, সমস্ত বিষয়ে নজরে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি, এই ইস্যুতে সমস্ত পক্ষকে শান্তি বজায় রাখতে বলার আরজি জানায় ওয়াশিংটন, রাষ্ট্রসংঘ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন৷
সোমবার এই ইস্যুতে মুখ খোলেন মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র মর্গ্যান ওর্টাগা৷ তিনি জানান, ‘আমরা জম্মু-কাশ্মীরের প্রতিটি ঘটনার উপর নজর রাখছি। ভারত এই রাজ্য নিয়ে যে যে সিদ্ধান্ত নিচ্ছে, সব কিছু লিখে রাখছি আমরা। যদিও ভারতের তরফে দাবি করা হয়েছে যে, গোটা বিষয়টাই অভ্যন্তরীণ৷ তাও আমরা ওই রাজ্যের প্রত্যেক মানুষের অধিকার নিয়ে চিন্তিত। আমরাও সব পক্ষের কাছে আরজি জানাচ্ছি, একসঙ্গে শান্তি বজায় রেখে সব সমস্যা মেটানোর। এবং সীমান্তে শান্তি বজায় রাখার৷” কাশ্মীর ইস্যুতে আমেরিকার এই মন্তব্যকে কূটনৈতিক চাল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, আগেই এই ইস্যুতে দু’বার মধ্যস্থতার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ এবং ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে বারবারই এই আরজি খারিজ করেছে নয়াদিল্লি৷ তাই এদিন আবারও কাশ্মীর ইস্যুতে মুখ খুলে আসলে ভারতকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন৷ এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।