কুরবানির হাটে অজ্ঞানপার্টির খপ্পরে গরু ব্যবসায়ী
আসন্ন কোরবানীর গরু কিনতে চট্রগ্রাম থেকে চুয়াডাঙ্গায় এসে অজ্ঞানপাটির খপ্পরে পড়ে নিজের কাছে থাকা ১০ লক্ষ টাকা হারালেন আবুল হোসেন (৪০) নামের এক গরু ব্যাবসায়ী। গরুর হাটে অজ্ঞান অবস্থায় আবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে গরু এ ঘটনার স্বীকার হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবুল তিন দিন আগে গরু কিনতে চট্রগ্রাম থেকে চুয়াডাঙ্গায় আসে। সোমবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে গরু কিনতে যায় সে।
এ সময় চায়ের দোকানে চা খেতে বসলে অজ্ঞানপাটির খপ্পরে পড়ে আবুল। এ সময় তার কাছে থাকা গরুর কেনা ১০ লক্ষ টাকা খোয়া যায়। পরে হাটের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পরিতোষ কুমার ঘোষ জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন।