সোমবার সকালে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নরসিংদীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, ছেলেধরা, গলাকাটা ও রক্ত নিয়ে যাবে এসব গুজব থেকে জনগণকে সচেতন করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। শহরের প্রায় সব স্কুলের সামনে লিফলেট বিতরণ করেছি। এছাড়াও গুজব ছড়িয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহতের ষড়যন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করছি।