যারা পদ্মাসেতু চায় না, তারাই গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ পর্যন্ত বিভিন্ন গুজব ছড়ানোর দায়ে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা বিদেশে থেকে দেশের বিরুদ্ধে গুজব তুলছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
গুজব তুলে পদ্মাসেতু নির্মাণ কাজ বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ এদের বিশ্বাস করে না, কারণ তাদের গুজব আস্থা আনে না। কারণ এটা হাস্যকর গুজব। পদ্মা সেতু সময় মতোই হবে।