গেইলের ব্যাটে ঝড়, এক ওভারে ৩২ রান
ক্রিস গেইলের দাপট চলছে গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। ‘ক্যারিবিয়ান দৈত্য’র দুরন্ত ৯৪ রানের জন্য শুক্রবার ভ্যাঙ্কুভার নাইটস ৬ উইকেটে হারাল এডমন্টন রয়্যালসকে।
১৬৬ রান তাড়া করতে নেমে ভ্যাঙ্কুভার নাইটস-এর শুরুটা ভাল হয়নি। শুরুতেই টোবিয়াস ভিসি-র উইকেট হারায় তারা। এরপর গেইলের সঙ্গী হন চ্যাডউইক ওয়ালটন। মাত্র ১৭ রানে তিনিও ফিরে যান।