কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চারজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ সাত পুলিশ আহত হয়েছেন।
আজ শনিবার (৩ আগস্ট) ভোর রাতে টেকনাফের নূরউল্লাহ পাহাড় এলাকায় পুলিশের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত হলেন- ইমরান মোল্লা (২৭), জোনায়েদ (৩২), মেহেদি হাসান (৩২) ও আইয়ুব (৩৫)।
জানা গেছে, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন।