টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। এইতো কয়েকদিন আগে দেশটির আরেক পেসার মোহাম্মদ আমির অবসর নিয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দুনিয়া নিউজ এক প্রতিবেদনে জানায়, ওয়াহাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মনিকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানে ফেরার পর আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন তিনি।
ওয়াহাব রিয়াজ তার ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ২৭টি ম্যাচে ৮৩টি উইকেট পেয়েছেন।