ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে রাইয়ান মারা যান বলে নিশ্চিত করেছেন তার এক আত্মীয়। রাইয়ান স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানান তিনি।
রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তার আত্মীয়।
তবে, এই বিষয়ে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।