ডেঙ্গুর বিষয়ে আমরা শুধু হাসপাতালেই সেবাই দিচ্ছি না, ডেঙ্গুর যে উৎপত্তিস্থল আছে সেটাও ধ্বংস করতে চেষ্টা করছি। সিটি কর্পোরেশন দুটি ঔষধ ছিটিয়েছে। খুব তাড়াতাড়িই আমরা আশা করছি ডেঙ্গু মশাও কমে যাবে, ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আমরা আশা করছি যে পদেক্ষেপগুলো আমরা গ্রহণ করছি সেই প্রক্রিয়াগুলো জোরদার করলে আগামীতে আরও ফল পাব। আমরা নতুন হাসপাতালে বেড বাড়িয়েছি প্রয়োজনে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট এবং শেখ রাসেল ইন্সটিটিউট স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এই দুটি হাসপাতাল আমরা রেডি রেখেছি।
মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় আমরা জেলা সিভিল সার্জনদের জানিয়ে দিয়েছে কীভাবে ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিতে হবে। আমাদের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার সারা বাংলাদেশ ভিজিট করছে। তারা প্রতিটি জেলায় যাবেন। ডেঙ্গু রোগীর চিকিৎসায় একটি বুকলেট করা হয়েছে এটা সব জেলাসহ প্রাইভেট হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে মনিটরিং করা হচ্ছে। প্রতিনিয়ত তথ্য আমাদের কাছে আসছে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি