ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমলেও এর আতংক কাটছেনা। এর মধ্য দিয়েই আজ সকালে মারা গেলেন এক নারী। সাতক্ষীরায় জাহানারা খাতুন নামে এই নারীর মৃত্যু হয়।
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ১৪৭জন। এরমধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩ হাজার ৩৩২জন। চলতিবছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত হাসপাতালগুলো থেকে ‘ডেঙ্গু চিকিৎসা’ শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৩ হাজার ৩৯৮জন।